সর্বশেষ

6/recent/ticker-posts

৮ ঘণ্টা পর পাবনা-ঢাকা বাস চলাচল স্বাভাবিক


 রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) পরিবহনে নিরাপত্তাজনিত কারণে প্রায় ৭ ঘণ্টা ঢাকা-পাবনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিলো। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে যান চলাচল শুরু হয়।


পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বেলাল হোসেন জানান, দুপুর ১টা ১৬ মিনিটের দিকে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে ইউরেনিয়াম বহনকারী গাড়ি প্রবেশের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এখন তিন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


এর আগে বৃহস্পতিবার পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী গণমাধ্যমকে জানিয়েছিলেন, মহাসড়কে প্রচুর যানবাহন চলাচল করে এবং যানজট হয়। ফলে ইউরেনিয়াম বহনকারী যানবাহন আসতে সমস্যা হতে পারে। সড়কটি যানজট মুক্ত রাখতে শুক্রবার সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ রাখা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ