টানা কদিনের ভ্যাপসা গরমের পর পাবনায় অল্প একটু স্বস্তির বৃষ্টি হয়েছে। আজও সকাল থেকে প্রতিদিনের মতো সূর্য তাপ ছড়িয়েই যাচ্ছিল। যদিও দুপুরের পর কমে আসে তেজ। তবে তখনও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হচ্ছিল নগরবাসী। এরপর সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ নামলো হালকা বৃষ্টি।
খোঁজ নিয়ে জানা গেছে, পাবনা, আটঘরিয়া, ঈশ্বরদীসহ বেশ কিছু এলাকায় হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে।
এই বৃষ্টি আগামী কয়েক দিন থেমে থেমে বিভিন্ন অঞ্চলে চলতে পারে। সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। এ কারণে নদীবন্দরগুলোয় ১ নম্বর এবং সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, আগামী তিন-চার দিন এই বৃষ্টি থাকতে পারে। তবে টানা নয়, থেমে থেমে দেশের বিভিন্ন অঞ্চলে হবে। এতে তাপমাত্রা বেশ কিছুটা কমে আসবে। সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবেই এই বৃষ্টি হচ্ছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, ঢাকা, খুলনা, কুষ্টিয়া, ফরিদপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, বগুড়া, সীতাকুণ্ড, নারায়ণগঞ্জ ও নীলফামারী জেলাসহ সিলেট ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
0 মন্তব্যসমূহ