সর্বশেষ

6/recent/ticker-posts

শতবর্ষের ঐতিহ্যবাহী নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয়



         ।। মনসুর আলম খোকন।।


পাবনার বেড়া থানার নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়েছে ১৯১৯ সালে। নাকালিয়া একটি ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ। অষ্টাদশ-উনবিংশ শতাব্দীতে নাকালিয়া যমুনা নদীর তীরে গড়ে উঠেছিল নৌবন্দর। নাকালিয়া থেকে কলকাতায় সরাসরি নৌযান চলতো। এ কারণে এখানে অনেক বণিক, সওদাগরের আবাস গড়ে ওঠেছিল। বণিকদের নিরাপত্তা প্রদানের জন্য  ইষ্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে এ অঞ্চলের মথুরা গ্রামে থানা স্থাপিত হয়েছিল। মথুরা গ্রামটি নদী ভাঙনের ফলে যমুনাগর্ভে বিলীন হয়ে যাওয়ায় ১৮২৮ সালে থানাটি বেড়ার হুরাসাগর নদীর পাশে স্থানান্তরিত হয়। নাকালিয়ার নিকটেই হাটুরিয়া-জগন্নাথপুরে জমিদাররা বসবাস শুরু করেছিলেন। হাটুরিয়ায় ১২ জন জমিদার ছিলেন যাদের ধ্বংসাবশেষ কিঞ্চিৎ নিদর্শন এখনো রয়েছে।

জানা যায়, নাকালিয়ার বণিকরা এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে ১০৬ বছর আগে  'নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয়' স্থাপন করেছিলেন। বিদ্যালয়টির প্রথম প্রধান শিক্ষক ছিলেন অমিয় ভূষণ চক্রবর্তী। ১৯৪৫ সালে বিদ্যালয়টির ৫ম প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন আলী আহাদ নামে একজন মুসলিম। সহকারী প্রধান শিক্ষক আব্দুল আজিজ হায়দার ২০২২ সাল থেকে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত রয়েছেন। সাধারণ ও ভোকেশনাল শাখা মিলে এ স্কুলে বর্তমানে ১৭ শ' ছেলে-মেয়ে লেখাপড়া করছে।

এরশাদ সরকারের প্রতিমন্ত্রী ও পাবনা ১ আসনের তৎকালীন এমপি মেজর (অব:) মনজুর কাদের ১৯৮৬ সালে তার মা আনোয়ারা কাদেরের নামে নাকালিয়াতে একটি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ১৯৮৯ সালে তার নিজ নামে এই গ্রামেই একটি কলেজ স্থাপন করেন। নাকালিয়াতে একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদরাসা রয়েছে। 


 লেখক: শিক্ষক ও সাংবাদিক।

  monsurph@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ