বার্তা সংস্থা পিপ, পাবনা : ভূমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে পাবনা জেলা। কাল বুধবার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা দিবেন। মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ৪র্থ পর্যায়ের ২য় ধাপে পাবনা জেলার পাঁচটি উপজেলায় ৬৪৬টি ঘর হস্তান্তর করা হবে।
আগামী ৯ আগস্ট সকাল দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।
এর মধ্যে পাবনার বেড়া উপজেলার চাকলা আশ্রয়ণ প্রকল্পের ৬৮টি ঘর প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত হয়ে উদ্বোধন করবেন। এর মধ্য দিয়ে পাবনা জেলাকে ‘ক’ শ্রেণীর ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।
সোমবার (৭ আগস্ট) বিকেলে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান।
জেলা প্রশাসক জানান, ৪র্থ পর্যায়ের ২য় ধাপে এবার পাবনার পাঁচটি উপজেলার মধ্যে চাটমোহরে ৭৮টি, ভাঙ্গুড়ায় ৪১টি, ফরিদপুরে ১১৩টি, সুজানগরে ৫৩টি, বেড়ায় ৩৬১টি ঘর হস্তান্তর করা হবে। ইতিমধ্যে উপকারভোগী বাছাই করে তাদের কবুলিয়াত ও নামজারী সম্পন্ন হয়েছে। সেইসাথে তাদের দখলও বুঝিয়ে দেয়া হয়েছে।
এর আগে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ের প্রথমধাপে ৩ হাজার ৯টি ঘর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রদান করা হয়েছে। ৪র্থ পর্যায়ে জেলায় ১ হাজার ৫১৮টি ঘর বরাদ্দ পাওয়া গেছে। তার মধ্যে ১ম ধাপে গত ২২ মার্চ ৮৭২টি ঘর প্রদান করা হয়েছে। আর ২য় ধাপে প্রদান করা হচ্ছে ৬৪৬টি ঘর।
জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান বলেন, এর আগে চারটি উপজেলা ঈশ্বরদী, আটঘরিয়া, সাঁথিয়া ও পাবনা সদর উপজেলাকে ইতিমধ্যে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। আর এবার বাকি পাঁচটি উপজেলা চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, বেড়া, সুজানগরকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন, সহকারি কমিশনার ফারিস্তা করিম, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খাঁন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমী খন্দকার, সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, পাবনা প্রেসক্লাবের কল্যাণ সম্পাদক ও বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক করোতোয়া ও বাংলা ট্রিবিউন প্রতিনিধি ইয়াদ আলী মৃধা পাভেল, পাবনা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও যমুনা টিভির প্রতিনিধি কলিট তালুকদার, দৈনিক কালবেলার স্টাফ রির্পোটার জহুরুল ইসলাম, বিটিভি জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বাধন, একুশে টিভি ও দৈনিক মানবজমিনের স্টাফ রির্পোটার রাজিউর রহমান রুমী,
দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, গাজী টিভি ও দি ঢাকা ট্রিবিউনের জেলা প্রতিনিধি ইমরোজ খন্দকার বাপ্পী, এটিএন নিউজ ও দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি রিজভী রাইসুল ইসলাম জয়, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি শাহিন রহমান, দৈনিক গনজাগরণের প্রতিনিধি মনিরুজ্জামান শিপন, দৈনিক আমাদের অর্থনীতি ও বৈশাখী টিভির প্রতিনিধি মিজানুর রহমান মিজান, দৈনিক মুক্তির মিছিল ও আজকের ইতিহাস সম্পাদক আবু হাসনা মুহম্মদ আইয়ুব, অনলাইন পত্রিকা নতুন চোখ প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, মাছারাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম রিজু, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি প্রবীর সাহা, দি ডেইলি সানের প্রতিনিধি পারভীন সরকারসহ গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ