আটঘরিয়া প্রতিনিধি: উপজেলা পর্যায় মিনি স্টেডিয়াম নির্মাণ-২য় পর্যায়' শীর্ষক প্রকল্পের আওতায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শনিবার (০৯ আগষ্ট) পাবনার আটঘরিয়ায় উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপদেষ্টা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রিড়া পরিষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নাটোর থেকে অনলাইনে উপজেলা মিনি স্টেডিয়াম উদ্ধোধন করেন।
আটঘরিয়া মিনি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো: বাকী বিল্লা, উপজেলা কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, মৎস্য কর্মকর্তা এসএম নাজিমুদ্দিন ও মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রী রামকৃষ্ণ পাল, সাব- রেজিস্ট্রার জান্নাতুল ফিজা দিশা সহ উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংস্থার কর্মকর্তা, সাংবাদিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নাটোর থেকে দেশের মোট ১৪টি জেলায় ৩০টি উপজেলায় অনলাইনে মিনি স্টেডিয়াম উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রিড়া পরিষদের চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
0 মন্তব্যসমূহ