পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় বিষাধর সাপের কামড়ে লাকি খাতুন (১৪) নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ ১৩ আগস্ট বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় পাবনার সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত লাকি খাতুন উপজেলার একদন্ত ইউনিয়নের ডেঙ্গার গ্রামের আমজাদ হোসেনের মেয়ে। সে উপজেলার চকিবাড়ি দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
নিহতের বাবা আমজাদ হোসেন জানান, মঙ্গলবার ১২ আগস্ট দিন গত রাতে প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমিয়ে যায় লাকি। ঘুমন্ত অবস্থায় রাত দুইটার দিকে তাকে সাপে কামড় দেয়। তার চিৎকারে বাড়ির লোকজন দ্রুত পাবনা সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসারত অবস্থায় বুধবার ভোর ৫ টার দিকে তার মৃত্যু হয়।
0 মন্তব্যসমূহ