সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার, সব রুটে যান চলাচল শুরু


জেলা প্রশাসনের আশ্বাসে ৮ ঘণ্টা পর পাবনায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ফিরোজ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। দুপুর ২টা থেকে সকল রুটে যান চলাচল শুরু হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার রাজশাহীর বানেশ্বরে বিআরটিসি বাস শ্রমিক কর্তৃক মাইলাইন বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদে পাবনা থেকে সকল রুটে পরিবহণ ধর্মঘটের ডাক দেয় পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। ফলে বুধবার সকাল ৬টা থেকে পাবনা থেকে ঢাকাসহ অন্যান্য রুটে বাস, ট্রাকসহ অন্যান্য পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ফিরোজ খান জানান, গতকাল রাজশাহীর বানেশ্বরে যাত্রী তোলা নিয়ে বিআরটিসি ও মাইলাইন বাসের শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাইলাইন বাস শ্রমিকদের মারধর করে বিআরটিসি বাস শ্রমিকরা। এ নিয়ে গতরাত আটটায় পাবনায় উভয়পক্ষকে নিয়ে বৈঠকে বসেন মোটর শ্রমিক ইউনিয়ন নেতারা। কিন্তু সেখানেও আলোচনার এক পর্যায়ে বিআরটিসি বাস শ্রমিকরা মাইলাইন বাস শ্রমিকদের মারধর করে চলে যায়।

এর প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তার দাবিতে বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে সকল রুটে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়। পরে জেলা প্রশাসনের আশ্বাসে আজ দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলা প্রশাসক, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ ও সদর থানার ওসি উপস্থিত ছিলেন। 

বৈঠকে জেলা প্রশাসক মফিজুল ইসলাম জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দেন। তার আশ্বাসে এবং সাধারণ যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ