সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় ওয়ানশুটার গান ও তাজা কার্তুজসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার


পাবনা জেলা গোয়েন্দা শাখার অভিযানে সচল ওয়ান-শুটার গান ও ৫৬টি কার্তুজসহ আবু বক্কার (৫৪) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় ঈশ্বরদীতে উপজেলার সড়াইকান্দি ও পাবনা সদর থানার গোপালপুর গ্রামে অভিযান পরিচালনা করে সচল ওয়ান-শুটার গান ও ৫৬টি কার্তুজসহ অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়। ঈশ্বরদী থানার অফিসার ইসচার্জ আ স ম আবদুন নুর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেফতারকৃত মোঃ আবু বক্কার পাবনা সদর থানার মালিগাছা ইউনিয়নের গোপালপুর এলাকার মোঃ আয়েজ উদ্দিন প্রাং এর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই বেনু, এসআই অসিত কুমার বসাক, এসআই আব্দুল লতিফ ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ঈশ্বরদী থানার সরাইকান্দি ও পাবনা সদর থানার গোপালপুর গ্রামে অভিযান পরিচালনা করে একজন অস্ত্রধারী ও মাদক সংশ্লিষ্ট ব্যক্তি আবু বক্কারকে গ্রেফতার করে।

এসময় তার কাছ থেকে একটি নীল রঙের পলিব্যাগে থাকা ৫টি ছোট কাগজের বক্স, প্রতিটিতে ১০টি করে ১২-বোর তাজা কার্তুজ, মোট ৫০টি, আরেকটি টিস্যু কাপড়ের ব্যাগে রাখা আরও ৬টি ১২-বোর কার্তুজ ও একটি লোহার তৈরি সচল ওয়ান-শুটার গান উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ