সর্বশেষ

6/recent/ticker-posts

বিএসএসএফ-এর এডহক কমিটিতে গুরুত্বপূর্ণ পদে পাবনার দুই কৃতি ব্যক্তিত্ব

 


পাবনা জেলা প্রতিনিধি : বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের (বিএসএসএফ) সদ্য গঠিত এডহক কমিটিতে পাবনার দুই গর্বিত ব্যক্তিত্ব জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে মনোনীত হয়ে জেলার ক্রীড়াঙ্গনে নতুন গৌরব যোগ করেছেন।

পাবনা রাইফেল ক্লাবের কোষাধ্যক্ষ সরওয়ার হোসেন বিএসএসএফ-এর এডহক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। শুটিং খেলায় দীর্ঘদিনের সক্রিয় অংশগ্রহণ, সংগঠন পরিচালনায় দক্ষতা এবং নিবেদিত ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এ পদে নির্বাচিত করা হয়।

একইসঙ্গে, এডহক কমিটির অধীন গঠিত "ক্লাব গ্রেডেশন, রেঞ্জ উন্নয়ন ও প্রকাশনা উপ-পরিষদ"-এ রাজশাহী বিভাগের প্রতিনিধি সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন পাবনা রাইফেল ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী সদস্য ফরিদুল ইসলাম খোকন। শুটিং খেলায় তার দীর্ঘ সময়ের অবদান এবং সাংগঠনিক দক্ষতা ক্রীড়া মহলে ইতিবাচকভাবে আলোচিত।

কমিটি গঠনের সিদ্ধান্তপত্রটি এই মাসের ১৬ তারিখে বিএসএসএফ-এর সচিব (উপসচিব) আমিনুল ইসলাম এনডিসি-এর স্বাক্ষরে প্রকাশিত হয়। 

সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠক ও শুটিংপ্রেমীদের মতে, পাবনার এ দুই অভিজ্ঞ সংগঠকের জাতীয় ফেডারেশনের দায়িত্বপ্রাপ্ত হওয়া শুধু জেলা নয়, পুরো রাজশাহী বিভাগের শুটিং খেলায় অংশগ্রহণ, অবকাঠামো উন্নয়ন ও সংগঠন পরিচালনায় ইতিবাচক প্রভাব ফেলবে।

এমন সম্মানজনক মনোনয়নকে পাবনার ক্রীড়া ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখছেন অনেকে। তারা মনে করেন, জাতীয় পর্যায়ে এ দুই প্রতিনিধির দায়িত্ব গ্রহণে জেলার শুটিং খেলায় গতি ও গৌরব দুটোই বৃদ্ধি পাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ