সর্বশেষ

6/recent/ticker-posts

আটঘরিয়ায় কৃষকদের মাঝে "এয়ার ফ্লো" মেশিন বিতরণ




পাবনা প্রতিনিধি : ২০২৪-২০২৫ অর্থবছরে খরিপ ২০২৫-২০২৬ মৌসুমী কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে পর্যায়ে পেঁয়াজ বীজ সংরক্ষণের জন্য "এয়ার ফ্লো" মেশিন ও ২৭ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসময় "এয়ার ফ্লো" মেশিন বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম।

আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না সার্বিক তত্ত্বাবধানে সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে এই মেশিনগুলো বিতরণ করা হয়।

কৃষি সম্প্রসারণ অফিসার মো: মান্নান হোসেন, উপসহকারী কৃষি অফিসার জাহিদুল হক,উপসহকারী কৃষি অফিসার জাহিদুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার  লতা খাতুন, উপসহকারী কৃষি অফিসার রঞ্জু মিয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না বলেন, আধুনিক এয়ার-ফ্লো মেশিন পেঁয়াজের পচন রোধে সহায়ক এবং এতে পেঁয়াজ প্রায় নয় মাস পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব। 

ফলে কৃষকরা মৌসুম শেষে পেঁয়াজ বাজারজাত করতে পারবেন এবং ন্যায্য মূল্য পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।

তিনি বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০ জন কৃষকের মাঝে মোট ২০টি এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। 

প্রতিটি মেশিনে একজন কৃষক প্রায় ৩০০ মণ পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন। মেশিনটি কার্যকরভাবে ব্যবহার করতে হলে একটি ঘর ও উপযুক্ত মাচা নির্মাণ করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ