আটঘরিয়া প্রতিনিধি : ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাঝে ফলদ ও বনজ গাছের চারা "বিনা মূল্যে" বিতরণ করা হয়েছে।
সোমবার ১৪ জুলাই সকালে আটঘরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় ও দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামুল্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না।
এসময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দীন, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোজাম্মেল হোসেন, উপসহকারী কৃষি অফিসার জাহিদুল হক, উপসহকারী কৃষি অফিসার সারমিন খাতুন।
এসময় কৃষি অফিসার মাহমুদা মোতমাইন্না জানান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাঁঠাল, খেজুর, বেল, গোলাপের চারা বিনা মূল্যে বিতরণ করা হয়েছে।
0 মন্তব্যসমূহ