সর্বশেষ

6/recent/ticker-posts

রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পে রাশিয়ার নাগরিকের মৃত্যু


 পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্রের ভেতরে মালিকভ ইভান (৭০) নামের এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। সোমবার কাজের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। আজ মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়। 

ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৃত ওই রুশ নাগরিক রূপপুর প্রকল্পের রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিমত কোম্পানিতে কর্মরত ছিলেন। 

পুলিশ জানায়, ইভান সোমবার রাতে রূপপুর প্রকল্পে নিকিমত কোম্পানির হয়ে কাজ করছিলেন। এ সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ‘আছে’ (এসিই) কোম্পানির কর্তব্যরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মঙ্গলবার সকালে ঈশ্বরদী থানা পুলিশ ওই রুশ নাগরিকের লাশ উদ্ধার করে পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

চিকিৎসকের বরাত দিয়ে রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্র প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,  হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, ইতিমধ্যে রুশ নাগরিকের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে দূতাবাসের মাধ্যমে তার লাশ রাশিয়ায় পাঠানো হবে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ