সর্বশেষ

6/recent/ticker-posts

ভাঙ্গুড়ায় সার পাচারকালে কৃষকের হাতে আটক ডিলারের জরিমানা



ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় পাচারকালে ১৫ বস্তা রাসায়নিক সার আটক করে স্থানীয় কৃষকরা। পরে বিষয়টি সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিসেট্রট মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স পাবনা জুট মিল বেলিং নামের সার ডিলারকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন এবং ওই সারগুলি জব্দ করা হয়েছে।  

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামের মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিসিআইসি- অনুমোদিত  মেসার্স পাবনা জুট মিল বেলিং নামের সার ডিলার এর সত্বাধিকারী রাঙ্গালিয়া গ্রামের সেলিম হোসেন নামের এক সার ব্যাসায়ী একটি ভ্যানে কিছু সার পাচার করে অন্য উপজেলায় পাঠাচ্ছিলেন। এতে স্থানীয় কৃষকদের সন্দেহ হয় এবং স্থানীয় ব্যক্তিদের সহায়তায় সারের ভ্যানটি আটক করা হয়।

ভাঙ্গুড়া  উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জান মাসুম বলেন, কৃষি অফিসারের গাফিলতির কারণে ঐ ডিলার অন্য উপজেলায় সার পাচার করছিলেন। অথচ নিজ  উপজেলার কৃষরা সার পাচ্ছেন না। সম্প্রতি কৃষকদের বিক্ষোভের কারণে এই উপজেলায় এখন ন্যায্য মুল্যে সার বিক্রির ব্যবস্থা করা হয়েছে । এজন্য ডিলার সেলিম হোসেন অন্য উপজেলার খুচরা বিক্রেতাদের কাছে বেশি দামে বিক্রির জন্য সার পাচার করেন। সেই সঙ্গে এই ডিলারের ঘরে অবশিষ্ট সার সরাসরি কৃষকের কাছে বিক্রির ব্যবস্থা করার জন্য তিনি দাবি করেন।

উপজেলা সহকারী কশিমনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডিএপি, ইউরিয়া ও পটাশসহ মোট ১৫ ব্যাগ পাচারকৃত রাসায়নিক সার স্থানীয় কৃষকরা আটক করে তাকে খবর দেন। খবর পেয়ে মোবাইল কোর্টের মাধ্যমে সার ব্যবস্থাপনা আইন-২০০৬ অনুযায়ী ডিলার সেলিম হেসেনকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। সেই সঙ্গে সারগুলো জব্দ করে কৃষি বিভাগের কাছে হস্তান্তর করা হয়ে বলেও তিনি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ