সর্বশেষ

6/recent/ticker-posts

ভূমিকম্পে পাবিপ্রবির দুই ভবনে দুটি ফাটল



পাবিপ্রবি প্রতিনিধিঃ আজ শুক্রবার (২১ নভেম্বর) সারাদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) দুটি ভবনের দুটি অংশে দুটি ফাটল দেখা দিয়েছে।

বিকেলে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন ভবন ঘুরে দেখার পর পুরাতন একাডেমিক ভবনের প্রকৌশল অনুষদের অংশে একটি এবং ওয়াজেদ আলী মিয়া বিজ্ঞান ভবনের অংশে একটি ফাটল দেখতে পান।

শিক্ষার্থীরা জানান, পুরাতন একাডেমিক ভবনে আগের কিছু ফাটল ছিল। তবে এই ভবনের দুটি অংশে নতুন দুটি ফাটল দেখা যায়, যেগুলো আগে দেখা যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের প্রকৌশলী নাঈম রেজোয়ান বলেন, 'ফাটলগুলো আমি ছবিতে দেখেছি। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নাই।আগামীকালকে আমরা প্রধান প্রকৌশলীসহ গিয়ে জায়গাটি দেখে আসবো। এরপর যদি কোন ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় আমরা সেটা করবো।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ