পাবনার আটঘরিয়া উপজেলার ডেঙ্গারগ্রাম এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ হাসিবুর রহমান পাপ্পু (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি চাটমোহর উপজেলার নদীপাড়া, লক্ষীপুর, গ্রামের মোঃ কুতুব উদ্দীনের ছেলে। পাপ্পু পাবনার হার্বেক্স এন্ড কোং (ইউনানী) তে স্টোর ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২০শে নভেম্বর) সকাল ৯ টার দিকে চাটমোহর-পাবনা আঞ্চলিক সড়কের ডেঙ্গারগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানাযায়, হাসিবুর রহমান পাপ্পু ওই আঞ্চলিক সড়ক হয়ে সিএনজি যোগে চাটমোহর থেকে পাবনা তার কর্মস্থলে আসছিলেন। পথিমধ্যে ডেঙ্গারগ্রাম পৌছালে বিপরীত দিক থেকে একটি মাটি বোঝাই ডাম্পট্রাক সিএনজিকে ধাক্কা দিলে ৪ জন আহত হয়।
তাদের উদ্ধার করে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার অকাল মৃত্যুতে তার নিজ কর্মস্থল ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে হার্বেক্স এন্ড কোং (ইউনানী) এর চেয়ারম্যান ও দৈনিক স্পষ্টবাদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ ইমরুল হাসান শোক প্রকাশ করেছেন ।

0 মন্তব্যসমূহ