সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনা- ১ (সাঁথিয়া) একক আসন বহাল রাখার রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

 


মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়ার বিভিন্ন পেশাজীবী সংগঠনের আয়োজনে বুধবার বিকেলে (১২ নভেম্বর) সাঁথিয়া প্রেস ক্লাবের সামনে সাঁথিয়া উপজেলাকে একক আসন বহাল রাখার দাবিতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

উল্লেখ্য, সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের আবেদনের প্রেক্ষিতে ৬৮, পাবনা ১, (সাঁথিয়া) একক আসন হিসেবে ঘোষণা করেন নির্বাচন কমিশন। এ ব্যাপারে চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়েছে। এদিকে এ আসনে বেড়া উপজেলাকে সংযুক্ত করার দাবিতে উচ্চ আদালতে রিট পিটিশন করেছে। আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এ ব্যাপারে চূড়ান্ত রায় দেবেন উচ্চ আদালত। 

মানববন্ধনে সাঁথিয়া ইমাম হোসাইন একাডেমির শিক্ষক মেহেদী হাসানের পরিচালনায় এবং সাঁথিয়া ফাউন্ডেশনের সভাপতি সুশীল কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য দেন সাঁথিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা: মনসুরুল ইসলাম, সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও জামায়াত নেতা মাওলানা আব্দুল মালেক, বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আবদুল হাই, সাঁথিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি ফারুক হোসেন, সাঁথিয়া থিয়েটারের সভাপতি রতন কুমার দাস, জামায়াতের যুবনেতা নজরুল ইসলাম, ছাত্রশিবির নেতা শিখন হোসেন, বাচিক শিল্পী আবদুল্লাহ আল মামুন প্রমুখ।  

বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উক্ত মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তারা পাবনা ১(সাঁথিয়া) একক আসন  বহাল রাখার জোর দাবি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ