মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়া'য় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সাগর এন্টারপ্রাইজের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে- মানহীন ইটসহ অন্যান্য সামগ্রী। এতে নির্মাণের পূর্বেই রাস্তার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী।
জানা যায়, উপজেলার নন্দনপুর ইউনিয়নের বোয়ালমারী বাজার থেকে গনেশপুর মজিদ চেয়ারম্যানের মোড় পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান সাগর এন্টারপ্রাইজ, যার প্রাক্কলিত মূল্য ১ কোটি ২২ লক্ষ ১৯ হাজার টাকা।
স্থানীয়রা জানান, সড়কটি নির্মাণে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে ঠিকাদার। এভাবে রাস্তা করলে এলাকাবাসীর কোন কাজে আসবে না, বরং সরকারি অর্থ নষ্ট হবে। ভালোমানের নির্মাণসামগ্রী দিয়ে সড়ক নির্মাণ করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান সাগর এন্টারপ্রাইজের প্রতিনিধি জিলাল হোসেন বলেন, আমাদের আগে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ফেলে চলে গেছে। আমরা চেষ্টা করছি কাজটা সম্পন্ন করার।
এবিষয়ে এলজিইডি'র সাঁথিয়া উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, আগামীকাল অফিসে আসুন। সবকিছু দেখাবো ও কথা বলবো।

0 মন্তব্যসমূহ