সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় হোটেল কক্ষ থেকে উদ্ধার হওয়া লাশ মুসলিম ধর্ম রীতিতে দাফন

  


সেলিম মোর্শেদ রানা : বুধবার (০৮ অক্টোবর)  সকালে পাবনা শহরের হামিদ রোডের হোটেল রয়েল প্যালেসের একটি কক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পাবনা সদর থানা পুলিশ। বিষয়টি জানাজানি হলে পাবনা শহরের বসবাসরত শুভ্র নামে এক ভদ্রলোক তার ভাইরা বলে দাবি করেন। 

পরে থানা পুলিশ স্বাধীন সর্দার ওরফে শ্রী সাধন কুমারের (৪৭) ভাইরার সূত্র ধরে জানতে পারে সিরাজগঞ্জ জেলার সদর কাজীপুর গান্ধাইল গ্রামের মৃত নিতাই চন্দ্র সাহার ছেলে সাধন। বিষয়টি সিরাজগঞ্জে জানাজানি হলে থানায় ছুটে আসেন  সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার বাহাদুরের ছেলে বীর মুক্তিযোদ্ধা গাজী শাহ জামাল, এবং তিনি দাবি করেন সাধন তার সন্তান, তিনি লাশ নিবেন এবং মুসলমান ধর্ম রীতিতে লাশ দাফন করবেন।

এদিকে বাধা হয়ে দাঁড়ায় সাধন কুমার সাহার স্ত্রী মাধবী রানী সরকার কন্যা তিথি সরকার ও পরিবারের আপনজন, থানা পুলিশ সিদ্ধান্ত নিতে পারছিলেন না লাশ কাকে দেবেন। 

অবশেষে সন্ধ্যা সাতটার দিকে পাবনা সদর থানার ওসি আব্দুস সালামের নির্দেশে উভয় পক্ষের সাথে আলোচনায় বসেন সিনিয়র ইন্সপেক্টর এস আই রায়হান। জানা যায়, স্বাধীন সর্দার ওরফে শ্রী সাধন কুমার সাহা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করলেও ছোটবেলা থেকে মানুষ হয়েছে বীর মুক্তিযোদ্ধা গাজী শাহ জামালের পরিবারে, শাহ জামালের কোন পুত্র সন্তান না থাকায় নিজের সন্তানের আদরে বড় করছেন। সাধন  বিগত কয়েক বছর আগে কাগজে-কলমে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম গ্রহণ করেছিলেন। স্ত্রী কন্যার বাধা-বিপত্তি না থাকলেও হিন্দু ধর্মাবলম্বী আত্মীয়স্বজনের মাঝে ছিল প্রতিবাদের ঝড়। আর সেই অশান্তিতেই তিনি আত্মহত্যা করেছেন বলে অনেকের ধারনা। 

প্রায় এক ঘন্টা আলোচনা শেষে স্ত্রী মাধবী রানী সরকার কন্যা তিথি সরকারের সিদ্ধান্তে পালিত বাবা বীর মুক্তিযোদ্ধা গাজী শাহ জামালের নিকট লাশ হস্তান্তর করেন, এবং মুসলমান ধর্ম রীতিতে রাত সাড়ে ৯টার দিকে জানাযা শেষে পাবনা শহরের আরিফপুর কবরস্থানে দাফন করা হয় স্বাধীন সর্দার ওরফে শ্রী সাধন কুমার সাহাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ