সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় ৭০ পিছ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

 


পাবনার সদর উপজেলার হেমায়েতপুর এলাকা থেকে ৭০ পিছ ইয়াবাসহ আল-আমিন মন্ডল (৩০),  আব্দুল আলিম প্রামানিক (২৮) ও মোঃ আকাশ শেখ (২৬) নামের ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পাবনার সদস্যরা। গতকাল বুধবার (০৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে তাদেরকে আটক করা হয়। 

আটককৃত আল-আমিন মন্ডল পাবনা সদর থানার চর ভবানীপুর গ্রামের মৃত মজিবর মন্ডলের ছেলে। আটক আব্দুল আলিম প্রামানিক একই এলাকার মোঃ নুর ইসলাম প্রামানিকের ছেলে ও আটককৃত মোঃ আকাশ শেখ সদর থানার চর ভগীরথপুর গ্রামের মোঃ সুর্য্য উল্লাহ শেখের ছেলে।   

পাবনা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইনচার্জ  মোঃ রাশিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ৭০ পিছ ইয়াবাসহ আটক করা হয়। তারা মাদক ব্যবসায়ী। 

তিনি আরও জনান, পাবনা থানায় মাদক আইনে মামলা দিয়ে আটককৃতদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ