রনি ইমরান, পাবনাঃ ইলিশ উচ্চবিত্তর হেঁসেলে তৃপ্তির ঢেকুর তুললেও পাবনার নিম্ন আয়ের মানুষের পাতে জুটছে না ইলিশ। ভরা মৌসুমেও আকাশ ছোঁয়া দামে ইলিশ এখন অলীক স্বপ্ন। শহরের একটি দোকানে কাজ করেন নিলয় হোসেন। সন্তানের আবদার রাখতে ইলিশ কিনতে মাছ বাজারে ঘুরছিলেন তিনি। ১ কেজি ওজনের একটি ইলিশ ২ হাজার ৩ শত টাকায় বিক্রি হতে দেখে আর কথা বলার সাহস পায়নি আরিফ। খালি হাতেই ফিরে যান বাসায়। গত ৪ দিন ধরে প্রতিদিন ইলিশের দাম শুনতে এভাবেই বাজারে যান তিনি।তার আশা, দাম কমলে সন্তানের পাতে ইলিশ তুলে দিবে সে।
৭ আগষ্ট বৃহস্পতিবার পাবনা শহরের মাসুম বাজার, লাইব্রেরী বাজার, রায় বাহাদুর গেট সম্মুখ বাজার ঘুরে দেখা যায়, খালিতে খালিতে সাজানো ইলিশের দিকে চেয়ে আছে মানুষ। বিক্রি হচ্ছে আকাশ ছোঁয়া দামে। খুচরা মাছ বিক্রেতারা বড় সাইজের ইলিশ কেজি প্রতি দাম হাকাচ্ছেন ২ হাজার ৬ শ টাকার বেশি। জাটকার মত দেখতে ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২'শ টাকায়। শহরের রায় বাহাদুর গেটের সামনে বসে জমজমাট মাছের বাজার। ইলিশ বিক্রেতার থেকে এক কেজি ওজনের একটা ইলিশ ২৪ শত টাকায় কিনে নেয় ক্রেতা। তখন ভাগ্যবান সেই ইলিশ ক্রেতার দিকে চেয়ে থাকতে দেখা যায় সেখানে ভীর করা উৎসুক মানুষদের।
শহরের লাইব্রেরী বাজারে ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ২ হাজার টাকায় বিক্রি করতে দেখা যায়। ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ১ হাজার ২ শত টাকায় বিক্রি হচ্ছে। ছোট সাইজের ৩ টা ১ কেজি ইলিশ ১ হাজার টাকায় বিক্রি করতে দেখা যায়।
মাছ বিক্রেতা মোঃ শামীম বলেন, পাথরঘাটা থেকে মাছ এনেছি , বাজারে সরবারহ কম হওয়ায় দাম বেশি। বড় ইলিশের দাম বেশি ক্রেতা নেই। বেশিরভাগ ক্রেতারাই ১ কেজিতে ৫ টা হয় এমন ইলিশ কিনছে। গত বছরের তুলনায় এবার ইলিশের দাম বেশি বলে জানান তিনি । আগামী দুই একদিনে পাবনার বাজারে সরবারহ বেড়ে ইলিশের দাম কমবে বলে আশা তার।
৫ টায় ১ কেজি হয় এমন সাইজের ইলিশ কিনতে ব্যস্ত ছিলেন শহরের বেসরকারি প্রতিষ্ঠান কর্মরত মোঃ সাইফুল আলম । তিনি বলেন, এ বছর ইলিশ খায়নি। সাধ আর সাধ্যের মধ্যে সবসময় একটা জটিল অংক রয়ে যায়। কেজি প্রতি প্রায় ৩ হাজার টাকায় ইলিশ খাওয়ার সাধ্য আমাদের নেই। তাই কম দামে ছোট ইলিশ নিলাম।
জেলা নাগরিক মঞ্চের সদস্য সচিব জাকির হোসেন বলেন, নিম্ন আয়ের মানুষের কাছে ইলিশ খাওয়া এখন স্বপ্নের মত। এ বছর ইলিশ কিনতে বাজারে গিয়ে খালি হাতে ফেরত এসেছি। উচ্চবিত্ত ও কালো টাকার মানুষই শুধু ইলিশ খেতে পারছে।
পাবনা জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার বলেন, বাজারে আহরণ কম থাকায় ইলিশের দাম বেশি । এবার নদীতেও ইলিশ কম ধরা পড়ছে। ইতোমধ্যে জেলা ভোক্তা অধিকারকে সাথে নিয়ে ইলিশের সাইজ মেপে দাম নির্ধারণের প্রক্রিয়া চলছে। বাজারে সরবারহ বাড়লে দাম কমবে, আশা তার।
0 মন্তব্যসমূহ