সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন


পাবনা সদরের মালিগাছা ইউনিয়নের মজিদপুর গ্রামে, স্বামীর অধিকার চেয়ে অনশন করছেন ২৫ বছর বয়সী এক তরুণী। তার দাবি তার স্বামী হাবিবুর রহমান হাবিব (৩২), পিতা ইব্রাহিম হোসেন। মঙ্গলবার ৫ আগস্ট তরুণী হাবিবের বাড়িতে আসলে পালিয়ে যায় স্বামী। তরুণীর অভিযোগ, দীর্ঘ সময় ধরে হাবিবের সঙ্গে তাদের প্রেমের সম্পর্ক ছিল। তাদের একাধিকবার একত্রে বেড়ানোর এবং বিভিন্ন স্থানে থাকার প্রমাণও তিনি স্থানীয়দের কাছে উপস্থাপন করেছেন।

তরুণীর দাবি, হাবিব ঈশ্বরদীতে হুজুর ডেকে তাকে বিয়ে করেছেন এবং সেখানে তিনি ৮ মাস ধরে সংসার করছিলেন। কিন্তু গত দুই মাস ধরে হাবিব তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এবং অন্যত্র বিয়ে করে সে কথা গোপন রেখেছেন বলে দাবি ওই তরুণীর । তিনি আরও জানান, হাবিবের নতুন বিয়ের খবর জানতে পারার পর থেকে তিনি আন্দোলন শুরু করেছেন, তবে দুর্ঘটনাক্রমে হাবিব বাড়িতে ফেরার সাথে সাথে আত্মগোপনে চলে যায়।

এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে, কারন ওই যুবক এবং তরুণীর বাড়ি পাশাপাশি গ্রামে অবস্থিত।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল সালাম জানান, “আমাদের কাছে এখনো কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আমরা সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ