সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় মসজিদের নির্মাণকাজ নিয়ে সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু

পাবনার বেড়ায় তারাপুর গ্রামে সংঘর্ষের সময় ভাঙচুর করা একটি ঘর।

পাবনার বেড়া উপজেলার মসজিদের নির্মাণকাজ নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত এক ব্যক্তি মারা গেছেন।

গতকাল সোমবার রাতে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নিজামুদ্দিন মোল্লা (৫০) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় দুজন মারা গেলেন।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তারাপুর গ্রামে নতুন মসজিদের নির্মাণকাজকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ২৫ জুলাই এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত হন নিজামুদ্দিন মোল্লাসহ ৩০ জন। আহত নিজামুদ্দিনকে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে গতকাল রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে তাঁকে তারাপুর গ্রামের কবরস্থানে দাফন করা হবে।

এর আগে ২৬ জুলাই ওই সংঘর্ষে আহত হাদিস (৪০) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলিউর রহমান বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ