পাবনার আতাইকুলা থানা পুলিশ কৃষি জমি থেকে অজ্ঞাতনামা (৪০) ব্যক্তির একটি লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার (০৫ আগস্ট) সন্ধ্যায় লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম জানান, মঙ্গলবার বিকালে স্থানীয়দের সংবাদে আতাইকুলা থানার বনগ্রাম বাজারের পাশে ইসলামপুর গ্রামের একটি কৃষি জমিতে পরে থাকা অবস্থায় ওই অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করা হয়। অজ্ঞাতনামা ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর হবে বলে জানান ওসি।
পুলিশ লাশ উদ্ধারের পর লাশ সনাক্তকরণের জন্য পিবিআইকে সংবাদ প্রদান করেন। পরে লাশের সুরতহাল প্রস্তুত শেষে ময়নাতদন্ত করার জন্য পাবনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাতনামা লাশটি কেউ চিনতে পারলে আতাইকুলা থানায় যোগাযোগ করতে অনুরোধ করেন ওসি।
0 মন্তব্যসমূহ