সর্বশেষ

6/recent/ticker-posts

সাঁথিয়ায় সরকারি জায়গায় অবৈধভাবে নির্মাণাধীন ঘর ভেঙ্গে দিলেন এসিল্যান্ড



মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়া ধোপাদহ বাজারে সরকারি সম্পত্তিতে অবৈধভাবে নির্মাণাধীন ঘর ভেঙে দিলো উপজেলা প্রশাসন। সোমবার (০৪ আগষ্ট) দুপুরে ধোপাদহ বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানার নেতৃত্বে সেনাবাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে সহযোগিতা করেন উপজেলা  ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী, ইউনিয়ন পরিষদের দায়িত্বরত চেয়ারম্যান ও গ্রাম পুলিশগণ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা বলেন, যারা অবকাঠামো নির্মাণ করছিলো তাদের জমির কাগজপত্র নিয়ে আসতে বলেছিলাম কিন্ত তাদের কাছে কোন কাগজ পত্র না থাকায় তারা দেখা করে নাই।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগে জানা গেছে, ধোপাদহ মৌজায় আরএস ক্ষতিয়ান নং ৭০৫, দাগ নং ৭৬৪  এ ২৭ শতক ও আরএস খতিয়ান ৭১৮, দাগ নং ৭৭১ এ ৬ শতক জায়গা জোর করে প্রভাব খাটিয়ে সেখানে অবকাঠামো নির্মাণ করছিল পার্শ্ববর্তী চেনিলালের ছেলে রফিক ও শিহাব । তারা ওই জমি নিজেদের দাবি করছে অথচ ওই জমির আরএস রেকর্ড এ রয়েছে শরৎ চন্দ্র তালুকদার, জ্যেতি চন্দ্র তালুকদার, পার্বতী নাথ, নিজ হাল সাল ভারত, পক্ষে বাংলাদেশ সরকার  যা সরকারি খাস সম্পত্তি। 

স্থানীয়রা আরও অভিযোগ করে বলেন, তারা ভুয়া দলিল দেখিয়ে দীর্ঘদিন ভোগ করে আসছে। এখন তারা পুরো ১ বিঘা জায়গা দখল করে নিয়ে অবকাঠামো নির্মাণ করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ