সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনার ফরিদপুরে প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত



ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : পাবনার ফরিদপুর প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার ফরিদপুর পাবনা। সোমবার (২১ জুলাই) বেলা  ৪ টার সময় প্রেসক্লাবের নতুন ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

ফরিদপুর প্রেস ক্লাবের সম্পাদক মির্জা বাসীদের সঞ্চালনায় সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন  শহিদুল ইসলাম সাগর, শহীদ সালাউদ্দীন, সাংবাদিক আসাদুজ্জামান, মেহেদী হাসান, সভাপতি আব্দুল হাফিজ। এছাড়া বক্তব্য রাখেন সুজিত কুমার মুন্সি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, ডাক্তার গোপেশ চন্দ্র সরকার  প্রাণিসম্পদ কর্মকর্তা, কৃষিবিদ আব্দুল্লাহ আল ইমরান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো:জামাল  উদ্দিন, মোঃ সানাউল মোর্শেদ সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাহবুব হাসান উপজেলা নির্বাহী অফিসার ফরিদপুর পাবনা । 

উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্য বলেন, সাংবাদিক সমাজের অর্পণ। সমাজের অসংগতিগুলো জনসম্মুখে তুলে ধরার কাজটি করে সাংবাদিক। আমি ছয় মাস ধরে ফরিদপুর উপজেলায় অবস্থান করে আপনাদের সহযোগিতায় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আর এ ধারা অব্যাহত রাখার দায়িত্ব আপনার,  আমার, সবার।  সবশেষে ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ