সর্বশেষ

6/recent/ticker-posts

হার্টে ছিদ্র, ৩ লাখ টাকা হলে বাঁচতে পারে ভাঙ্গুড়ার শিশু সাজ্জাদ

মায়ের কোলে হার্ট ছিদ্র ৭ মাস বয়সী শিশু সাজ্জাদ হোসেন।


ভাঙ্গুড়া প্রতিনিধিঃ মাত্র ৩ লাখ টাকা হলেই হার্টের ফুটো নিয়ে জন্মানো সাত মাস বয়সী  সাজ্জাদকে বাঁচানো যাবে। কান্না নিয়ে জন্মানো সাজ্জাদের মুখে সাত মাসে কখনোই হাসি ফোটেনি। ঠিকমতো খাওয়া-দাওয়া, ঘুম কিছুই নেই। মাঝে মাঝে শান্ত দুটি ফেল ফেল নয়নে  আশপাশে তাকিয়ে থাকে। আর যেন নীরব ভাষায় বলতে চায় এ পৃথিবীতে সেও বাঁচতে চায়। বলছিলাম পাবনার ভাঙ্গুড়া  উপজেলার হতদরিদ্র জেলহক-শাপলা দম্পতির একমাত্র পুত্র সন্তান শিশু সাজ্জাদ হোসেনের কথা। জেলহক-শাপলা দম্পতি ভাঙ্গুড়া পৌর সদরের রেললাইনের পাশে লাইনপাড়ায় বসবাস করে।

জেলহক ও শাপলা দম্পতির সাথে কথা বলে জানা যায়, তাদের পরিবারে পরপর দুটি কন্যা সন্তানের পর ঘর আলোকিত করে এই হতদরিদ্র পরিবারে  জন্ম নেয় সাজ্জাদ হোসেন নামের একটি পুত্র সন্তান। পুত্র সন্তান পেয়ে তাদের সংসরে আনন্দের আর সীমা  ছিল না। কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয় নি। কারণ শিশু সাজ্জাদ জন্মের পর থেকেই কান্না যেন সাথে করেই নিয়ে আছেন। সে ঠিকমত খায় না, ঘুমায় না শুধু কান্না আর কান্না করে। শিশু ছেলের এমন স্বভাব দেখে তার পিতা মাতা স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে যখন জানতে পারলেন শিশুর সাজ্জাদের হার্টে ফুটো রয়েছে। তখনই জেলহক পরিবারে আনন্দ যেন বিষাদে রূপ নিয়েছে।

সাজ্জাদের পিতা হতদরিদ্র  জেলহক জানান, ছেলের অবস্থা দেখে প্রথম স্থানীয় শিশু ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার শিশুর অবস্থা দেখে শুনে প্রাথমিকভাবে তার হার্টের ফুটো আছে বলে নিশ্চিত হন। এরপরে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। স্থানীয় ডাক্তারের পরামর্শে জেল হক ও শাপলা দম্পতি ধার দেনা করে ছেলেকে চিকিৎসার জন্য ঢাকায় বড় ডাক্তারের নিকট নিয়ে গেলে সেখানে পরীক্ষা নিরীক্ষা করে তারা জানান শিশুর সাজ্জাদের  হার্টের ফুটোর পরিমাণ  বেশ বড় । তার হার্টের (ওপেন সার্জারী ) অপারেশন করতে কমপক্ষে তিন লক্ষ টাকা প্রয়োজন। না হলে যে কোন সময় তার জীবন প্রদীপ নিভে যেতে পারে যে কোনো সময়।  যেখানে নিজের মাথা গোঁজার ঠাঁই নেই। রেল লাইনের ধারে বাড়ি করে অন্যের বাড়িতে কাজ করে কোন রকমে জীবন জীবিকা নির্বাহ করছেন। এমত অবস্থায় তিন লক্ষ টাকা জোগাড় করা জেলহক শাপলা দম্পতির কাছে দুঃসাধ্য বটে।  

ওই দম্পতি সমাজের বিত্তবানদের নিকট আবেদন জানান, তারা যেন জেলহক-শাপলা দম্পতির বুকের মানিককে বাঁচাতে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসেন।  

যোগাযোগেরঠিকানাঃ জেলহক (শিশুর পিতা), ভাঙ্গুড়া লাইনপাড়া (ভদ্রপাড়া) ভাঙ্গুড়া পৌরসভা, ভাঙ্গুড়া, পাবনা। মোবাইল ০১৭৪৪৫০৫৩৯৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ