বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে হামলার ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি রিফাত হাসান উচ্ছাস নামে এক যুবলীগনেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার ঈশ্বরদী পৌরসভার শেরশাহ রোড কোবা মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি বৈষমবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় ঈশ্বরদী থানার মামলা নাম্বার ১০(৮)২৪ এর এজাহারনামীয় ১৪ নং আসামি যুবলীগনেতা রিফাত হাসান উচ্ছাস। তিনি আওয়ামী সরকারের সাবেক ভূমি মন্ত্রীর নাতি ও মহিলা লীগ নেত্রী মাহজেবিন শিরিন পিয়ার ছেলে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার সাহা ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আ স ম আব্দুর নূরের নেতৃত্বে তাকে গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়।
0 মন্তব্যসমূহ