পাবনার আমিনপুর থানার কাশিনাথপুরে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। নিহত মোজাম্মেল হোসেন (৫৫) আমিনপুর থানার সিন্দুরী গ্রামের মৃত আমজাদ শেখের ছেলে।
বুধবার (১৬ জুলাই ) সকালে পাবনার আমিনপুর থানার কাশিনাথপুরে পাবনা-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
আমিনপুর থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার সকালে পাবনার আমিনপুর থানার কাশিনাথপুরে সকাল সাড়ে ছয়টার দিকে পাবনা-ঢাকা আঞ্চলিক মহাসড়কে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই ভ্যান চালকের মৃত্য হয়। ট্রাকসহ চালক পালিয়ে যায়।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গোলাম মোস্তফা জানান নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 মন্তব্যসমূহ