ফাইল-ছবি
দেশে চলমান এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় পাবনার চাটমোহর উপজেলার চারটি বিদ্যালয়ের কেউই উত্তীর্ণ হতে পারেনি। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফলে এ তথ্য উঠে আসে।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, চাটমোহর উপজেলায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষায় ৬৮৫ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে মাত্র ১৭৮ জন। উপজেলায় ৮টি প্রতিষ্ঠানে এক থেকে দু’জন করে শিক্ষার্থী পাস করলেও শতভাগ শূন্যের কোঠায় রয়েছে মির্জাপুর দাখিল মাদ্রাসা ও পার্শ্বডাঙ্গা মহিউল উলুম দাখিল মাদ্রাসা। উপজেলায় মাদ্রাসা বিভাগে পাসের হার ২৫.৯৮%।
উপজেলায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভোকেশনাল পরীক্ষায় ৬৩৫ শিক্ষার্থী অংশগ্রহণ করলেও ফেল করেছে অর্ধেক। উপজেলায় এম. এ. মাহমুদ টেকনিক্যাল স্কুল থেকে মাত্র ২ জন পাস করলেও শতভাগ শূন্যের কোঠায় রয়েছে চাটমোহর মহিলা টেকনিক্যাল কলেজ ও নবাব আউয়াল অলি রামচন্দ্রপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। উপজেলায় কারিগরি বিভাগে পাসের হার ৫০.৫৫%।
চার বিদ্যালয়ের কেউই উত্তীর্ণ হতে না পারায় উপজেলায় শিক্ষা মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে সচেতন মহলে।
এদিকে এ উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের অধীনে ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় ২৭৪৬ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ২০৯১ জন। উপজেলায় এ বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে ২৩৫ জন। পাসের হার ৭৬.১৪%।
পরীক্ষার ফলাফলে সফলতার শীর্ষে রয়েছে উপজেলার হরিপুর দুর্গাদাস উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠান থেকে ৮১ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।
এ বিষয়ে চাটমোহর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শফিউল ইসলাম বলেন, “উপজেলায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাস করেনি। এ জন্য দুঃখ প্রকাশ করছি। বিগত সরকারের সময় থেকে শিক্ষার্থীরা পাঠ্যবই বিমুখ হয়ে পড়েছিল। তারই ধারাবাহিকতায় এ বছর পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফলাফল বিপর্যস্ত। আশা করছি আগামীতে এ উপজেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠান অনেক ভালো ফলাফল অর্জন করবে।”
0 মন্তব্যসমূহ