সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় চুরি ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে কিশোররা, আটক- ২


ঈশ্বরদী শহরসহ আশেপাশের এলাকায় চুরি ছিনতাইয়ের মতো বড় ধরণের অপরাধে জড়িয়ে পড়েছে উঠতি বয়সি বয়সি কিশোররা । অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটরসাইকেলসহ দুই কিশোরকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

সোমবার (২৩ জুন) আটককৃত দুই কিশোরকে পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা গ্রুপে বার্তা দিয়ে নিশ্চিত করেছেন পরিদর্শক মো.মনিরুল ইসলাম।

আটককৃত একজনের বয়স (১৬) ও অপর জনের বয়স (১৭)। থানা সুত্রে জানা যায়, গত ২০ জুন দুপুরে মো. জিয়াউল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তি তার ব্যবহৃত ১২৪ সিসি টিভিএস মোটরসাইকেলটি শহরের খায়রুজ্জামান বাবু বাসটার্মিনালে রেখে ভিতরে কাজে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। পরে তিনি থানায় মোটরসাইকেল চুরি মামলা দায়ের করেন।

মামলা তদন্ত করতে গিয়ে আটককৃত দুই কিশোরের নাম উঠে আসে। অভিযান চালিয়ে তাদেরকে উপজেলা সাঁড়াঘাট এলাকা থেকে আটক করে থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চুরির বিষয়টি তারা স্বীকার করে। একই সঙ্গে দেখিয়ে দেওয়া স্থান থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো.মনিরুল ইসলাম বলেন, শহর ও আশেপাশের এলাকায় চুরি ছিনতাইয়ের সঙ্গে কিশোররা জড়িয়ে পড়ছে। এটা খুবই হতাশাজনক ব্যাপার। আটককৃত দুই কিশোরের বিরুদ্ধে থানায় একাধিক মোটরসাইকেল চুরির মামলা রয়েছে। এই চোর চক্রের সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ