ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মামুন (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) বিকালের দিকে পুরাতন থানা গেট এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. লোকমান হোসেন এর কনিষ্ঠ পুত্র ও পৌর এলাকার বাসিন্দা। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, সারা দেশে চলমান ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে বুধবার বিকালের দিকে থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের নেতা মেহেদী হাসান মামুনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হবে।
জানা গেছে, মেহেদী হাসান মামুন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেনের ছেলে ও তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বাকি বিল্লাহর মামাতো ভাই। তার বিরুদ্ধে আওয়ামী লীগকে পুর্নবাসন ও সংগঠিত করা চেষ্টায় গোপনে মিটিং করা অভিযোগ রয়েছে। ৫ আগস্টে হাসিনা সরকারের পতনের পর আওয়ামীলীগের অনেক নেতা কর্মীরা পালিয়ে থাকলেও তিনি এলাকায় দাপটের সাথে চলাফেরা করছিলেন এবং নিয়মিত ব্যবসা পরিচালনা করছিলেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে তিনি আরও জানান, ডেভিল হ্যান্ট অভিযানে মামুন কে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
0 মন্তব্যসমূহ