সর্বশেষ

6/recent/ticker-posts

ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু


পাবনার ঈশ্বরদীতে ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের পাশের ভবনের ছাদ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৌরভ সরদার (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) রাতে ঢাকায় জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সৌরভ ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর মধ্যপাড়া আনসার মাঠ সংলগ্ন এলাকার শাহান সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, ওই ইউনিয়নের জয়নগর বোর্ড অফিসের অদূরে বিশ্বরোড সংলগ্ন রাস্তার পাশে একটি অপরিকল্পিত ভবন নির্মাণ করেছেন লক্ষীকুন্ডা ইউনিয়নের আসাদ হোসেন নামে এক ব্যাক্তি। ওই নির্মানাধীন মার্কেটে গরিবে নেওয়াজ হোন্ডা ওয়াশিং নামে একটি প্রতিষ্ঠানে কাজ করতো নিহত কিশোর সৌরভ। গত বৃহস্পতিবার বিকালে ওই ভবনের ছাদ থেকে অসাবধানতাবশত ৩৩ কেভি বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে যায় সে। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকায় জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, বিদ্যুৎস্পৃষ্টের কারণে সৌরভের দেহের অধিকাংশই পুড়ে গিয়েছিলো।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ