আটঘরিয়া প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় রাজীব হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে আহত হয়েছে ২ জন। ঘটনাটি ঘটেছে ১৩ এপ্রিল রবিবার সন্ধায় রুপপুর মোড়ে।
ওই দিন দিবাগত রাতে কোন এক সময়ে পাবনা কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোক্তার হোসেন।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার দেবোত্তর ইউনিয়নের পাটেশ্বর গ্রামের আইয়ুব আলীর ছেলে রাজিব হোসেন গত ১৩ এপ্রিল সন্ধায় মোটরসাইকেল যোগে রুপপুর পারমাণবিকে কাজে প্রথম যোগদান করতে যায়।
এসময় রুপপুর মোড়ে মোটরসাইকেল ঘুরানোর সময় বালুর উপর পিচলে পড়ে গেলে মোটরসাইকেল চালক রাজীব হোসেনের হাত ভেঙে যায় এবং পিছনে বসে থাকা দুই জন আহত হন।
পরে গুরুতর আহত অবস্থায় রাজীবকে পাবনা কেয়ার হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোমবার ১৪ এপ্রিল বাদআসর পাটেশ্বর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
নিহতের পিতা আইয়ুব আলী জানান, আমার ছেলে রুপপু পারমাণবিকে নতুন চাকরি পেয়েছে। আমার ছেলেসহ তিন বন্ধু নিয়ে রুপপুর মোড়ে বালুর উপর পিচলে পড়ে যায় এবং তার হাত ভেঙে যায়।
সাথে সাথে স্থানীয়রা আমার ছেলেকে উদ্ধার করে পাবনা কেয়ার হাসপাতালে ভর্তি করেন এবং রাতেই চিকিৎসাধীন থাকায় অবস্থায় আমার ছেলে মারা যায়। বাকী আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ