সর্বশেষ

6/recent/ticker-posts

আটঘরিয়ায় হাবিব ফ্রেন্ডস ক্লাব উদ্বোধন করলেন পরিচালক কাজী হায়াৎ




আটঘরিয়া প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের গনির বটতলায় হাবিব ফ্রেন্ডস ক্লাব উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

মঙ্গলবার (০১ এপ্রিল) রাত নয়টার দিকে দেবোত্তর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মেম্বার এর নেতৃত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাবিব ফ্রেন্ডস ক্লাব শুভ উদ্বোধন করেন বিএনপি চেয়ার পারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।

প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচিত্র ব্যাক্তিত্ব পরিচালক, প্রযোজক, অভিনেতা বিএনপি নেতা কাজী হায়াৎ। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র খলনায়ক, পরিচালক, প্রয়োজক ও লেখক মোহাম্মদ হাবিব খান, নবাগত চিত্র নায়িকা সুজানা সুমি ও গোলাম ফারুক যুবরাজ।

উপস্থিত ছিলেন, আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা, সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আজাহার আলী খান, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল বারিক, সাধারণ সম্পাদক ময়েজউদ্দিন, চাঁদভা ইউনিয়ন বিএনপির আহবায়ক হারুন মোল্লা, সদস্য সচিব পাঞ্জাব আলী, যুবদলের আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জু প্রমুখ। 

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ এলাকার সুধিজন উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপভোগ করেন।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ