মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পুলিশ সুপার রফিকুল ইসলাম চপল বলেছেন, ক্যান্সারের চেয়ে ভয়ানক আকার ধারণ করেছে মাদক। মাদক ধনী, গরীব মানে না। প্রতিটি পরিবারে মাদকের ছোবল আসতে পারে। এজন্য আমাদের সচেতন হতে হবে। জামালপুর জেলায় কর্মরত পুলিশ সুপার রফিকুল ইসলাম চপল বুধবার (০২ এপ্রিল) নিজ এলাকা পাবনার সাঁথিয়া উপজেলার বিষ্ণুবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ উপলক্ষে সিনিয়র ও জুনিয়র একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ উদ্বোধনের সময় এ কথা বলেন।
তিনি এ সময় আরও বলেন, যুবসমাজ জাতির পথপ্রদর্শক। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে এগিয়ে যেতে হবে। শরীর গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ৫ আগস্টের আগে যুবসমাজকে নিয়ে ট্রল করা হতো। সেই যুবসমাজই নতুন বিপ্লব ঘটিয়েছে। তিনি এলাকার যুবসমাজকে সুষ্ঠ ও সুন্দরভাবে গড়ে উঠতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিরুল ইসলাম মিরু, সাঁথিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, যুবসমাজের প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
0 মন্তব্যসমূহ