প্রান্তিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মালিগাছা ইউনিয়ন শাখা ও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (০৩ এপ্রিল) সকালে টেবুনিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অসহায় দুঃস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন, ছাগল এবং অসহায় পুরুষদের মাঝে অটো ভ্যানগাড়ি বিতরণ করেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর ও পাবনা- ৫ আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন।
পাবনা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর ও পাবনা- ৫ আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশন, পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক রেজাউল করিম। বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা সদর উপজেলা শাখার আমির আব্দুর রব, পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুনতাজ আলী।
এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে স্থানীয় জামায়াতের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপকারভোগিদের মাঝে সেলাই মেশিন, ছাগল ও অটোভ্যান বিতরণ করা হয়।
0 মন্তব্যসমূহ