সর্বশেষ

6/recent/ticker-posts

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে পাবনায় যৌথ বাহিনীর অভিযান



পাবনা জেলার আমিনপুর থানার আমিনপুর দক্ষিণপাড়া মাঠ এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোরশেদুল আলম। পাবনা জেলা প্রশাসনের নির্দেশে একাধিক বাহিনী এই অভিযানে অংশ নেন।

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আমিনপুর থানার আমিনপুর দক্ষিণপাড়া মাঠ এলাকায় ও কাজিরহাট ঘাট ক্যানাল পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো একটি সংঘবদ্ধ চক্র। অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন ও মাটি কাটায় পরিবেশের ক্ষতির পাশাপাশি নদীর গতিপথ ও আশপাশের জনপদের জমিসহ বিভিন্ন স্হাপনা হুমকির মুখে পড়ে। এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শনিবার ২৬ এপ্রিল মাঠে নামে প্রশাসন।

অভিযান চলাকালে আমিনপুর দক্ষিণপাড়া মাঠ এলাকার অবৈধ বালু উত্তোলনকারী তরিকুল ইসলাম রতনকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং কাজিরহাট ঘাট ক্যানাল পয়েন্ট এলাকার ফরিদুল ইসলামকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় অবৈধ বালু ও মাটি কাটার কাজে ব্যবহৃত ২টি ভেকু মেশিন ও ৩টি ট্রাক জব্দ করে ধ্বংস করা হয়।  

প্রশাসনের এক কর্মকর্তা জানান, “এগুলো সম্পূর্ণ অবৈধ ড্রেজার, পরিবেশের মারাত্মক ক্ষতির কারণ। তাই সেগুলোর আর্থিক ভিত্তি ধ্বংস করা হয়েছে।

স্থানীয়দের মধ্যে অভিযানকে ঘিরে স্বস্তি বিরাজ করছে। তারা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা আগে দেখা যায়নি। এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন প্রশাসনের ওই কর্মকর্তা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ