সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় অবৈধভাবে পাখি পালন ও বিক্রির দায়ে আর্থিক জরিমানা

 


 বিশেষ প্রতিনিধি : পাবনায় বাসা বাড়িতে কোকাটেল পাখি পালন ও বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতে দুই হাজার টাকা জরিমানা করা হয়। আর্থিক দন্ড প্রাপ্ত পাখি পালন ও বিক্রেতা হলেন তামান্না ইয়াসমিন (৪৫)।

তিনি পাবনা সদর উপজেলার গোপালপুর এলাকর মুক্তার বিশ্বাসের মেয়ে। 

জেলা এনএসআই পাবনার তথ্যের ভিত্তিতে জানা যায় তিনি ৫/৭ বছর ধরে নিজ বাসা বাড়িতে  কোকাটেল জাতের পাখি পালন এবং তা বাণিজ্যিকভাবে বিক্রি করে আসছিলেন। 

উক্ত কার্যালয়ের একজন অফিসার ফোনে পাখি কেনার গ্রাহক সেজে উক্ত ব্যক্তির ব্যাপারে বেশ কয়েক দিন ধরে তথ্য সংগ্রহ করেন। 

গতকাল দুপুরের দিকে পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলামের নেতৃত্বে পুলিশ সহ একটি টিম অভিযান চালিয়ে ভাম্যমাণ আদালতে দুই হাজার টাকা জরিমানা করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম, জেলা এনএসআই পাবনার সহকারী পরিচালক আনিচউর রহমান, বনকর্মকর্তা ফিরোজ আহমেদ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ