
ফাইল ছবি
পাবনার চাটমোহরে ট্রেনে কাটা পড়ে ছগির প্রামাণিক (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে চাটমোহর রেল স্টেশনের অদূরে জগতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছগির উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা পূর্বপাড়া গ্রামের মৃত খোরজান প্রামানিকের ছেলে।
স্থানীয়রা জানান, ছগির শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। প্রতিদিন সকালে তিনি বাড়ির পাশের রেললাইনে হাঁটতেন। রোববার সকালে হাঁটার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেসে কাটা পড়ে মারা যান তিনি। পরে খবর পেয়ে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য ফরহাদ হোসেন মানিক বলেন, ‘রেললাইন দিয়ে হাঁটার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ পরিবারের লোকজন লাশ নিয়ে গেছে।’
0 মন্তব্যসমূহ