সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনার ফরিদপুরে ইটভাটার মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

ছবিটি প্রতীকী


ফরিদপুর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে ইট ভাটায় মাটি কাটার সময় মাটির নিচে চাপা পড়ে মাজন (৫৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  মাজন রতনপুর গ্রামের মৃত বহাত আলীর ছেলে। 

এই ঘটনায় এ  মুন্নাফ ও মনির নামে দুই ভাই আহত হয়েছে। তাদের দুজনের বাড়ি ও একই গ্রামে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের ন্যায় আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে প্রায় ১০ জন শ্রমিক ইটভাটার উচু ঢিপার মাটি থেকে মাটি সংগ্রহ করছিলেন। সকাল দশটার সময় তিনজন শ্রমিক মাটির  নিচে চাপা পড়ে। অন্যান্য শ্রমিকরা তিনজনের মধ্যে দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও মাজেনকে মৃত অবস্থায় দেখতে পায়। 

ইটভাটার মালিক সুজন আহমেদ জানান, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা সকলেই শোকাহত। পরিবারে পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায়  লাশ দাফনের জন্য বাড়িতে পাঠানো হয়েছে।  


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ