সর্বশেষ

6/recent/ticker-posts

র‌্যাবের অভিযান, ঈশ্বরদীর কিশোরী অপহরণ মামলার আসামী গ্রেফতার

 


পাবনার ঈশ্বরদী থেকে নূরইয়া ইয়াসমিন নিঝুম (১৬) অপহরণের ঘটনায় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা এবং সিপিএসসি বগুড়া র‌্যাবের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২১ ডিসেম্বর রাত ৩টার দিকে বগুড়া জেলার সদর থানার ঝাউতলা বড়গোলা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামী মোঃ নাইম হোসেন (২৩) কে গ্রেফতার করে।  

গ্রেফতার নাইম হোসেন বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার পুটিখালী গ্রামের মোঃ এনছান শেখের ছেলে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানিয়েছেন র‌্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ