সর্বশেষ

6/recent/ticker-posts

সাঁথিয়ার বাকুল হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

দুলাল

পাবনা র‍্যাবের অভিযানে সাঁথিয়া উপজেলার বাকুল মিয়াকে জবাই করে হত্যা মামলার  প্রধান আসামীকে মোঃ দুলাল গ্রেফতার। 

গত ২৪ নভেম্বর রাত ৯টার দিকে পাবনা জেলার সাঁথিয়া থানার রাউতি মিয়াপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ঘোড়ার গাড়ী চালক মোঃ বাকুল মিয়া (৪৫) কে দুস্কৃতিকারীরা নৃশংসভাবে গলা কেটে হত্যা করে। হত্যাকান্ডের বিষয়ে নিহতের স্ত্রী বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

এ মামলায় র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা র‍্যাবের আভিযানিক দল ১৩ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার ১ নাম্বার আসামী মোঃ দুলালকে গ্রেফতার করে। গ্রেফতার দুলাল সাঁথিয়া উপজেলার রাউতি এলাকার মৃত আওয়ালের ছেলে। 

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ