সর্বশেষ

6/recent/ticker-posts

চায়ের নিমন্ত্রণে নিয়ে পা‌বিপ্রবি ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ৩


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে তাদেরকে শহরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়৷ 

গ্রেফতারকৃতরা হলেন পাবনা শহরের কালাচাদপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে মেহেদী মাসুদ (২৬), চক রামচন্দ্রপুর এলাকার মোতালেব হোসেনের ছেলে মাহমুদুল হাসান সাজিদ (২৩) ও শালগড়িয়া ফরেস্ট পাড়া এলাকার জমির উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (২৭)। 

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) সঞ্জয় কুমার সাহা জানান, গত সোমবার (৯ ডিসেম্বর) রাতে তার সাবেক প্রেমিক মেহেদী হাসান চা খাওয়ার নাম করে শহরের মেরিল বাইপাসের ফরেস্ট এলাকায় নিয়ে যায়৷ পরে পরিকল্পিতভাবে ফরেস্টের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে পালাক্রমে তিনজন ধর্ষণ করেন। 

ওসি আরো জানায়, এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ করলে শহরের বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের তিনজনকে গ্রেফতার করা হয়৷ গ্রেফতারের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ