সর্বশেষ

6/recent/ticker-posts

রংপুরের উপপুলিশ কমিশনার হলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম

 



ফয়সাল মাহমুদ পল্লব: পাবনায় প্রায় ৪ বছর অতিরিক্ত পুলিশ সুপার পদে সফলতার সাথে দ্বায়িত্ব পালন করে পদোন্নতি পেয়ে রংপুর মহানগরীর উপপুলিশ কমিশনার হলেন মাসুদ আলম। তিনি ২০২০ সালের ২৩ জুলাই পাবনা জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দেন। 


এর আগে তিনি ২৮ তম বিসিএসএ উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। রাজশাহীর সারদায় প্রশিক্ষণ শেষে ২০১২ সালের শুরুতে দিনাজপুর জেলা পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে প্রথম কর্মজীবন শুরু করেন এবং তার পরেই তিনি পাবনার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দেন।


কর্মজীবনে অসীম সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সাহসিকতা) পেয়েছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আলম। 

সাহসিকতার ব্যাচ পড়িয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী 


এ বছরের ২৭ ফেব্রুয়ারি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ সপ্তাহের প্রথমদিন বার্ষিক কুচকাওয়াজ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসীম সাহসিকতার স্বীকৃতি স্বরূপ তাকে এ পদক প্রদান করেন। 


উল্লেখ্য, বগুড়ার আদমদীঘি উপজেলার কোচকুড়ি গ্রামের আলহাজ মোজাম্মেল হক ও মৃত মেহেরুন নেছা দম্পতির সন্তান মাসুদ আলম। তিন ভাই ও তিন বোনের মধ্যে চতুর্থ তিনি। ব্যক্তিগত জীবনে বিবাহিত ও দুই ছেলে সন্তানের জনক।


পাবনায় যোগদানের পর থেকেই তিনি সাহসিকতার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্‌ঘাটন ও আসামি গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন। কাজ দিয়ে সাধারণ মানুষের কাছে আস্থার নাম হয়ে উঠেছেন মাসুদ আলম।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ