সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনা জেনারেল হাসপাতালের দালাল গ্রেফতার, কর্মবিরতি অব্যাহত




বার্তা সংস্থা পিপ, পাবনা : পাবনা জেনারেল হাসপাতালের নার্সকে মারপিট করার ঘটনায় দালাল সাদ্দাম হোসেন (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাদ্দাম পাবনা শহরের শালগাড়িয়া এলাকার কুদ্দুস আলীর ছেলে। 

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে পাবনা সদর থানার ভাড়ারা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে সাদ্দাম গ্রেফতার হলেও চতুর্থ দিনের মত শুক্রবার কর্মবিরতি পালন করছে শিক্ষার্থী ও ইন্টার্ন নার্সরা। এতে করে ব্যাহত হয়ে পড়েছে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সকল কার্যক্রম। ভেঙে পড়েছে চিকিৎসা সেবা। অনেকে চিকিৎসা নিতে এসে ফিরে যাচ্ছেন। সমস্যা সমাধানে কার্যকরি উদ্যোগ নেওয়া হয়নি।   

আজ শুক্রবার সকাল দশটার দিকে চর্তুথ দিনের মতো হাসপাতাল চত্বরে অবস্থান নেন শিক্ষার্থী ও ইন্টার্ন নার্সরা। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন পাবনা শাখার সভাপতি জাহিদ হাসান বলেন, সাদ্দাম গ্রেফতার হলেও তার বিচার ও অন্য সমস্যা সমাধান না হলে ও দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে।

হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ ওমর ফারুক মীর বলেন, আন্দোলনরত শিক্ষার্থী ও ইন্টার্ন নার্সদের সাথে আলোচনা চলছে। ২/১ দিনের মধ্যে সমস্যার সমাধান হবে। 

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩১ জানুয়ারী) মেডিসিন ওয়াডের্র মহিলা ইউনিটে ডিউটিরত পাবনার ইছামতি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন সাইন্স এন্ড মিডওয়াইফারির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজা হোসেনকে সাদ্দাম হোসেন নামের হাসপাতালের এক দালাল মারধর করে। এর পর রাত থেকে কর্মবিরতি শুরু করে হাসপাতালে ইন্টার্ন নার্সরা। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ