বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন পাবনার সন্তান মো. সাহাবুদ্দিন চুপ্পু। রবিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তার মনোনয়নের খবরে পাবনায় আনন্দের বন্যা বইতে শুরু করে। সঙ্গে সঙ্গে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বাড়তে থাকে নেতাকর্মীদের ভিড়। শুরু হয় মিষ্টি বিতরণ, উল্লাস। তাৎক্ষণিক আনন্দ মিছিল করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পথচারী ও রিকশাচালকদের মিষ্টি বিতরণ করেন তারা।
মনোনয়নের সংবাদের পর পাবনার শিবরামপুরে সাহাবুদ্দিন চুপ্পুর বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে বাড়িটি ঘিরে উৎসাহী মানুষের ভিড় দেখা গেছে। স্থানীয়রা জানান, অনেক আগে থেকেই চুপ্পুর পরিবার ঢাকায় অবস্থান করছেন।
পাবনা প্রেস ক্লাবের সভাপতি এ বি এম ফজলুর রহমান বলেন, ‘পাবনা প্রেস ক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, এ সংবাদে আমরা যেমন গর্বিত, তেমনি আনন্দিত। আমি পাবনা প্রেস ক্লাবের পক্ষ থেকে তার সর্বাঙ্গীণ সফলতা কামনা করি।’
পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল বলেন, সাহাবুদ্দিন চুপ্পু অত্যন্ত ভালো মনের মানুষ। তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, যা পাবনা জেলাবাসীর জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। সাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
মো. সাহাবুদ্দিন চুপ্পু ১৯৪৯ সালে পাবনা শহরের জুবিলি ট্যাঙ্কপাড়ায় (শিবরামপুর) জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে তিনি পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। ১৯৮২ সালে তিনি বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে চাকরিতে যোগ দেন। ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত মোহাম্মদ সাহাবুদ্দিন দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
0 মন্তব্যসমূহ