পাবনা প্রতিনিধি: বৃহস্পতিবার ঢাকা-গাজীপুর সড়কের দুইটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক হেলপার চঞ্চল গুরুতর আহত হয়। মূমুর্ষু অবস্থায় আহত চঞ্চলকে শফিপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চঞ্চলের অবস্থা গুরুতর হলে পরে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।
দরিদ্র পরিবার চঞ্চলের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে দাড়ালেন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।
বুধবার (৮ ফেব্রুয়ারি)সারাদিন আটঘরিয়া উপজেলায় বিভিন্ন ইউনিয়ন, এতিম মাদ্রাসা ও মুক্তিযোদ্ধাদের কম্বল বিতরণ শেষে অসহায় পরিবারের ছেলে চঞ্চলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার খবর শুনে দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর তার বাসভবনে যান তিনি।
এ সময় চঞ্চলের খোঁজ খবর নিয়ে তার পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান। আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামের আব্দুর রহমান এর ছেলে চঞ্চল।
উল্লেখ্য, তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। বর্তমানে সে ১০৩ নং ওয়ার্ডে ৩৮ নং বেডে চিকিৎসাধীন রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, চাঁদভা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাবান আলী,
উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ও সাবেক দেবোত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার জুলি, দেবোত্তর ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি ও সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী বাদশা, ছাত্র লীগ নেতা পার্থ প্রমুখ।
0 মন্তব্যসমূহ