পাবনার ভাঙ্গুড়ায় সন্ত্রাসীরা ফিল্মি কায়দায় লোহার রড ও হাতুরী দিয়ে পিটিয়ে মনিরুল ইসালাম মনির নামের এক ব্যক্তিকে রক্তাক্ত জখম করেছে।
গুরুতর আহত মনিরুল ইসালাম মনির বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন
ফরিদ, সোহেল, ওমর, মুনজির, মহাসিন, আলা নামের ৬ সন্ত্রাসী পূর্ব শত্রুতার জের ধরে সোমবার (৬ ফেবব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রুপসী ওয়াবদার বাধ এলাকায় এঘটনা ঘটায়।
আহত মনিরুল ইসলাম ভাংগাজোলা গ্রামের মোনতাজ আলীর পুত্র। আর ফরিদ ও সোহেল রুপসী স্লুইচ গেট এলাকার ওমর আলীর ছেলে ও ওমর, মুনজিল, মহাসীন আলারুপসী এলাকার বাদশার ছেলে। আহত মনিরের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে মনিরের স্বজনেরা উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
জানা গেছে, মনির প্রতিদিনের মত কাজ শেষ করে রাতে বাড়ি ফিরছিলেন এমন সময় অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে মনিরের পথ রোধ করে লোহার রড ও হাতুরী দিয়ে পিটিয়ে জখম করে। এ সময় মনিরের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে মনিরের স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে মনিরের অবস্থার অবনতি হলে তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন।
পরের দিন মঙ্গরবার দুপুরের দিকে মনিরের বড় ভাই কবির আলী বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেন।
ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অভিযুক্তদের একজনকে আটক করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
0 মন্তব্যসমূহ