সর্বশেষ

6/recent/ticker-posts

পাবনায় ‘তবুও কিছু থাক হৃদয় জুড়ে’ বইয়ের মোড়ক উন্মোচন


স্টাফ রিপোর্টার : কবি আজিজা পারভীনের লেখা তবুও কিছু থাক হৃদয় জুড়ে বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার আয়োজনে শুক্রবার সন্ধ্যায় দৈনিক সিনসা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মাহাতাব বিশ্বাস বেসরকারি বিশ্ববিদ্যালয় (প্রস্তাবিত) এর চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস। 

সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার সভাপতি ড. মনছুর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় নিজের অনুভুতি ব্যক্ত করেন বইয়ের লেখক কবি আজিজা পারভীন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (অব.) প্রফেসর ডা. ইফতেখার মাহমুদ, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, বিশিষ্ট চিকিৎসক ডা. সরওয়ার জাহান ফয়েজ এবং জেলা কৃষকলীগের সহ সভাপতি আলহাজ হাবিবুর রহমান হাবিব। 

আলোচনায় অংশ নেন কবির সহধর্মী বিশিষ্ট ব্যবসায়ী মকবুল হোসেন বাচ্চু, সরকারি এডওয়ার্ড কলেজের সহকারী অধ্যাপক এস এম ফরিদ, শহীদ বুলবুল সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. শফিকুল ইসলাম, পাবনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নন টেক বিভাগের বিভাগীয় প্রধান আলী আকবর রাজু, পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলী, শিক্ষাসাগর বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ জেবুন্নেছা ববিন, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, বাঁচতে চাই নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু, এমএস ল্যাবরোটরীজ (ইউনানী) ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম ফারুক, সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ, কবি বেগম ফিরোজা খান, কবি খান আনোয়ার, কবি জিয়াউর রহমান, আবু দায়েন বিপু, আব্দুস সাত্তার, অলিফা বেগম, কবি উত্তম কুমার দাস, রাব্বি প্রমুখ। 

আলোচনার পূর্বে  প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগন একসাথে বইয়ের মোড়ক উন্মোচন করেন।

উল্লেখ্য কবি আজিজা পারভীন পাবনা জেলার শিবরামপুর মহল্লায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতা মো. আফজাল হোসেন ও মাতা কবি রিজিয়া বেগম। স্বামী মকবুল হোসেন বাচ্চু। দুই কন্যা মেহজাবিন হোসেন তিথি ও তাসফিয়া হোসেন সামাহা। 

তিনি পাবনা মুজাহিদক্লাব সংলগ্ন শহীদ ফজলুল হক পৌর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সরকারি এডওয়ার্ড কলেজ থেকে ইতিহাসে এমএ করেছেন। বর্তমান জীবন বীমা কর্পোরেশন পাবনা সেলস্ এ কর্মরত আছেন। ছোটবেলা থেকেই তার লেখালেখির অভ্যাস । মাঝে অনেকদিন লেখালেখি থেকে বিরত থাকলেও মায়ের অনুপ্রেরনায় ২০১৭ সাল থেকে আবারও নতুন করে লেখালেখিতে প্রাণ সঞ্চালন। 

বাংলাদেশ ও ভারতের যৌথ কাব্য গ্রন্থে তার কবিতা প্রকাশ পেয়েছে। তবুও কিছু থাক হৃদয় জুড়ে কবির দ্বিতীয় কাব্য গ্রন্থ। তার কবিতায় মানব জীবনের মন এবং ভালোবাসার বিভিন্ন দিক ফুটে উঠেছে। পাবনা একুশে বই মেলায় বিভিন্ন স্টলে বইটি পাওয়া যাচ্ছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ