ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (২৮ জানুয়ারি) পাবনা থেকে দগ্ধ হয়ে রোমেছা খাতুন নামের এক বৃদ্ধা শেখ হাসিনা জাতীয় বার্নের জরুরি বিভাগে ভর্তি হন। আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ ছিল।
নিহত বৃদ্ধার পুত্রবধূ তাসলিমা বলেন, আমার শাশুড়ি বাড়িতে প্রায়সময় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতেন। গত ১৭ জানুয়ারি আগুন পোহাতে গিয়ে তার শরীর দগ্ধ হয়। পরে তাকে প্রথমে পাবনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
0 মন্তব্যসমূহ